ইউরেনাস গ্রহ।

Published: 2021-04-10 22:15:00

 

সৌরমন্ডলের ৭ম তম গ্রহ ইউরেনাস। সূর্য থেকে এর দূরত্ব ২.৮৭১ বিলিয়ন কিমি বা ২৮৭১০০০০০০ কিমি। দূরের কারণে ইউরেনাস প্রদক্ষিন করারজ জন্য একটি স্পেসক্রেফ্ট পাঠানো গেছে। সেটি ভয়েজার-২। এজন্য এই সম্পর্কে খুব কম তথ্য সংগ্রহ করা গেছে। গ্রহটির নাম রাখা হয় গ্রিকদের দেবতার নাম অনুযায়ী। এর উপগ্রহ রয়েছৈ ২৭টি। ইউরেনাসের রিং বা বলয় রয়েছে। তবে এই রিং স্পস্ট দেখা যায় না। এর ব্যাস ২৫৫৬২ কিমি। যা পৃথিবীর চেয়ে চারশ গুণ বড়। এর ভেতরে রয়েছে লৌহ, সিলিকেট, নিকেল মিশ্রিত পিন্ড। ১০ হাজার কিমি জুড়ে রয়েছে বরফের আস্তরণ। উপরে ৫ হাজার কিমি জুড়ে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাসের বলয়। এই গ্রহে শতকরা ৮০ ভাগের বেশি পানি, মিথেন, এমোনিয়া বরফ দিয়ে তৈরি। ইউরেনাস গ্রহের বায়ুমন্ডলে বেশি পরিমাণে রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম বাকি অংশ পানি এবং এমোনিয়া। এই গ্রহের রং নীল। মিথেনের পরিমাণ বেশি বলে এই গ্রহ নীল দেখায়। এর সার্ফেসের তাপমাত্রা ২২৪.২ ডিগ্রী সেলসিয়াস। তবে এর সার্ফেস মটেও শক্ত নয়। এখানে ঘণ্টায় ৫৬০ মাইল গতিতে বাতাস বয়। ইউরেনাসের একদিন পৃথিবীর ১৭ ঘণ্টার সমান। এর এক বছর পৃথিবীর ৮৪ বছরের সমান। এই গ্রহের টিল্ট ৯৭.৭৭ ডিগ্রী এংগেলে বাকানো। এমন টিল্ড আর কোনো গ্রহে নেই। এই রকম টিল্ট হওয়ার কারণে ১ভাগ সময় ইউরোনাসের শুধু এক মেরুতে সূর্যের আলো পড়ে ফলে অন্য মরু টানা ২১ বছর অন্ধকারে থাকে।



There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in